আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আমি যদি সংসদ সদস্য হই,  আমি অবশ্যই চাইবো যে আপনার ভোটটাতেই আমি সংসদ সদস্য হই। আমি আপনাদের প্রত্যেকের ভোটেই সংসদ সদস্য হতে চাই। তাই আমি এখানে আসছি। আগেও আসছি তারপরও বারবার আসছি কারণ আমি যদি নির্বাচিত হই, এখানকার প্রত্যেকটা ভোটারের ভোটে যেন আমি সংসদ সদস্য হই। 

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে দ্বিতীয় দিনের প্রচারণা করতে গিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার পাঙ্খারচরে এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

মাশরাফি বলেন, ৭ তারিখ আপনাদের সবার কেন্দ্রে যেতে হবে। পরিবারের সদস্যদের নিয়ে আপনারা কেন্দ্রে যাবেন। আমি আশা করছি ইনশাআল্লাহ আমি কোনো মানহানিকর কাজ বা এমপি হিসেবে এমন কোনো কাজ করি নাই যে আমি বলতে পারব না আপনাদের ভোটটা আমাকে দিয়েন।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি। মানুষকে সম্মান করার চেষ্টা করেছি। আমি আশা করছি আগামী ৭ তারিখ আপনারা সবাই কেন্দ্রে যাবেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আপনারা কেন্দ্রে যাবেন মাননীয় প্রধানমন্ত্রীর মার্কা নৌকা মার্কা। আমাকে মনোনয়ন দিয়েছেন, আমার মার্কা নৌকা মার্কা। আপনারা নৌকা প্রতীকে ভোট দেবেন এবং আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দেবেন। আমি সব জায়গায় একটা কথা বলেছি ৭ তারিখের পর আমার যে দায়িত্ব আছে আমি আমার সর্বস্ব দিয়ে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব।

পরিশেষে সকলের কাছে দোয়া চেয়ে মাশরাফি বলেন,  আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমি জানি আপনারা সব সময় দোয়া করেছেন। আমিও চেষ্টা করেছি সে সম্মানটা রাখার। ইনশাআল্লাহ যদি সুযোগ পাই। আমি আবারও বলছি আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে মাশরাফিসহ আরও পাঁচজন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। 

আরএআর