নড়াইলে এসেই প্রচারণায় মাশরাফি
নড়াইলে এসেই প্রচারণা শুরু করেছেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দলটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।
রোববার (২৪ ডিসেম্বর) বিকালে মধুমতী সেতু পার হয়ে নড়াইলে প্রবেশ করে প্রথমে লোহাগড়া উপজেলার কালনায় পথসভায় অংশ নেন তিনি। এরপর পর্যায়ক্রমে আলামুন্সির মোড়, সিএন্ডবি চৌরাস্তা, লক্ষীপাশা, এড়েন্দা বাসস্ট্যান্ডে পথসভা করেন তিনি। এ সময় সারা পথে মাশরাফিকে দেখতে ভিড় করেন উৎসুক জনতা। প্রতিটি সভায় ফুল দিয়ে বরণ করা হয় তাকে। জনতার ভালোবাসায় সিক্ত হন মাশরাফি।
বিজ্ঞাপন
কালনায় পথসভায় মাশরাফি বলেন, গতবার এখানে ফেরিতে পার হয়েছিলাম। এখন তো প্রধানমন্ত্রী দেশের প্রথম ছয় লেনের সেতু এখানে করে দিয়েছেন। আজকে আমরা ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসতে পেরেছি। যাওয়ার পথে আপনাদের সঙ্গে দেখা হল। ইনশাআল্লাহ দু-একদিনের মধ্যে আপনাদের কাছে আমি আবার আসব, দেখা হবে। আপনারা সবাই দোয়া করবেন। ৭ তারিখে আপনারা সুসংগঠিত হয়ে কেন্দ্রে আসবেন। সবাই এসে যেন তার ভোটটা দিয়ে যায়। উৎসাহিত করবেন সবাইকে।
এরপর লক্ষীপাশার পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি বিশ্বাস করি আমাকে আবারও কাজ করার সুযোগ করে দিবেন। আল্লাহ যদি আমাকে জীবিত রাখে, সুস্থ রাখে। আর আপনারা যদি আমাকে আরেকবার সুযোগ দেন; ইনশাআল্লাহ আমি আবারও একইভাবে কাজ করব।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হলেও হাঁটুর ইনজুরির কারণে প্রচারণায় নামতে পারেননি মাশরাফি। তবে শুরু থেকে তার পক্ষে জেলা আওয়ামী লীগ ও শুভাকাঙ্ক্ষীরা প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন।
মো. রাজু শেখ/এএএ