খুলনা-৬ আসন প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার শপথ
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন বলে শপথ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ জনপ্রতিনিধিরা।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে পাইকগাছা উপজেলার চাঁদখালী বাজারের দলীয় কার্যালয়ের সামনে চাঁদখালী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তৃণমূলের দলীয় নেতৃবৃন্দসহ ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা এ শপথ করেন।
বিজ্ঞাপন
চাঁদখালী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মনছুর আলী গাজীর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সোহরাব আলী সানা।
জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রশীদুজ্জামান।
যুবলীগ নেতা নূরুল ইসলামের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেব বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ নেতা শেখ মনিরুল ইসলাম, খায়রুল আলম, শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহ-সভাপতি সমীরন সাধু, চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহাজাদা মো. আবু ইলিয়াস, লস্কর ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিন, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, রাড়ুলীর সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. মজিদ গোলদার, আমাদীর সাবেক ইউপি চেয়ারম্যান আমীর আলী, বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মলঙ্গী, আমিনুল ইসলাম, জামির হোসেন, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, খান সাইফুল ইসলাম, জি.এম একরামুল ইসলাম, তৃপ্তি রঞ্জন সেন, মোশারেফ হোসেন, ডা. নরেন্দ্র নাথ মন্ডল, আ. গফুর, জবেদ আলী, সুব্রত মন্ডল, ইউপি সদস্য স্নেনেয়ারা খানম, মৃনাল কান্তি বাছাড়, পার্থ প্রতিম চক্রবর্তী প্রমুখ।
জনসভায় বক্তারা বলেন, দেশের অব্যাহত উন্নয়ন এবং স্মার্ট ও বঙ্গবন্ধুর স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে নৌকার প্রার্থী মো. রশীদুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাকে (মো. রশীদুজ্জামান) নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসনটি উপহার দেওয়া হবে।
এ সময় বক্তারা ভোটকেন্দ্রে গিয়ে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মোহাম্মদ মিলন/এমজেইউ