সিরাজগঞ্জে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল
সিরাজগঞ্জে ‘ডামি নির্বাচন’ বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
রোববার (২৪ ডিসেম্বর) ভোরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের রামগতিতে এ মিছিল করা হয়।
বিজ্ঞাপন
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আলোয়ার হোসেন রাজেশ, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া মিছিলে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় মিছিলে নেতাকর্মীরা অবরোধের সমর্থনে এবং নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিভিন্ন রকম স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আগামী ৭ জানুয়ারি পিঠা ভাগাভাগি ও ডামি নির্বাচনের আয়োজন করা হয়েছে।বিএনপি এই নির্বাচন বর্জন করেছে। ৭ জানুয়ারি বাংলার জনগণও এই নির্বাচন বর্জন করবে।
শুভ/এসএম