আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে সমর্থন দিয়েছে জাকের পার্টি। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়ায় নিজ বাসভবনে গোলাপ ফুলের তোড়া দিয়ে নিক্সনকে সমর্থন জানান জাকের পার্টির নেতৃবৃন্দ।

জাকের পার্টির পীঠস্থান এই আসনের সদরপুর উপজেলার আটরশি এলাকায় অবস্থিত। তাই এই আসনে জাকের পার্টির অবস্থান বাংলাদেশের যেকোনও জায়গার চেয়েই ভালো।

সমর্থন জানানোর সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নিক্সনের ঈগল প্রতীকে জাকেরানদের (জাকের পার্টির সমর্থক) ভোট দেওয়ার আহ্বান করা হয়। 

সমর্থন অনুষ্ঠানে জাকের পার্টির ফরিদপুর জেলার সভাপতি রাজ্জাক বেপারী বলেন, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সলের নির্দেশক্রমে জাকের পার্টি এ নির্বাচনে নিক্সন চৌধুরীকে সমর্থন দিচ্ছে। জাকের পার্টির প্রতিটি কর্মী নিক্সনকে বিজয়ী করতে প্রচারণা চালিয়ে যাবে। পাশাপাশি ভোট দেবে।

তিনি আরও বলেন, আজ থেকে নিক্সন চৌধুরীর ঈগল প্রতীকের বিজয়ের জন্য আমরা কাজ শুরু করব। আজ থেকে সকল জাকেরানগণ ঈগল প্রতীকের প্রচার করে নিক্সন চৌধুরীকে বিজয়ী করতে কাজ করে যাবে।

এ সময় জাকের পার্টির নেতৃবৃন্দের মধ্যে ভাঙ্গা উপজেলা সভাপতি আলমগীর  মিয়া, ফরিদপুর জেলা যুবফ্রন্ট্রের সভাপতি টিটু খান, ভাঙ্গা উপজেলা যুবফ্রন্ট্রের সভাপতি শাহাদাত মাতুব্বর, চরভদ্রাসন উপজেলা সভাপতি রাজা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

জাকের পার্টির নেতাকর্মীদের স্বাগত জানিয়ে নিক্সন চৌধুরী বলেন, আল্লাহর খাস বান্দারা হলো ওলি-আওলিয়াগণ। তাদের দোয়ায় আমাদের ভবিষ্যৎ পরিবর্তন হতে পারে। মহাপবিত্র খাজা বাবার দরবার থেকে সৃষ্ট জাকের পার্টির সমর্থন পেয়ে আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ। তৃতীয়বারের মতো আমাকে নির্বাচিত করলে উন্নয়ন ও মূল্যায়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

জহির হোসেন/আরএআর