শোকজের জবাবে নৌকার প্রার্থী বললেন ‘অভিযোগ ভিত্তিহীন’
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনী অনুসন্ধান কমিটির কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিয়েছেন মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আব্দুস সালাম তার মনোনীত একজন অ্যাডভোকেটের মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ কামরুন নাহার বরাবর শোকজের লিখিত ব্যাখ্যা দেন।
বিজ্ঞাপন
আব্দুস সালাম লিখিত ব্যাখ্যায় উল্লেখ করেন, তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি। এতদিন যেসব সভা-সমাবেশ করেছেন তা নির্বাচনী প্রচার-প্রচারণা ছিল না। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে শুধুমাত্র দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। তার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
প্রতিনিধির মাধ্যমে নোটিশের জবাব দেওয়া হয়েছে জানিয়ে আব্দুস সালাম বলেন, আমি কখনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করিনি, ভবিষ্যতেও করব না। আমাকে হেনস্থা করতেই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিথ্যা অভিযোগ করেছিলেন। আগামী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর নিয়ম মেনে নির্বাচনী প্রচার-প্রচারণা বা অন্যান্য কার্যক্রম পরিচালনা করব। নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত হবে।
সোহেল হোসেন/আরএআর