বগুড়ার করোনাভাইরাস পরিস্থিতি
করোনার হটস্পট বগুড়ায় মৃত্যু বেড়ে ২৭১
উত্তরবঙ্গের করোনার হটস্পট বগুড়ায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩৮ জন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- শহরের জলেশ্বরীতলা এলাকার বীর মুক্তিযোদ্ধা আহাম্মেদুর রহমান (৭৫) এবং শেরপুরের বাসিন্দা হাফিজার রহমান (৭২)। এদের মধ্যে আহাম্মেদুর রহমান টিএমএসএস হাসপাতালে এবং হাফিজার রহমান শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
বিজ্ঞাপন
ডা. মোস্তাফিজুর রহমান তুহিন আরও বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯৯ নমুনার ফলাফলে নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৯ দশমিক ৯ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২১ জন। নতুন আক্রান্ত ৩৮ জনের মধ্যে ৩৭ জন সদরের। বাকি একজন গাবতলীর বাসিন্দা। এর আগের দিন জেলায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। ১৪ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮ নমুনায় পরীক্ষায় ৩৪ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএসে ১১ নমুনা পরীক্ষায় চারজনের পজিটিভ এসেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ১২৪ জন এবং সুস্থতার সংখ্যা ১০ হাজার আটজনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে দুজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৭১ জনে দাঁড়াল। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৮৪৫ জন।
সাখাওয়াত হোসেন জনি/এএম