অ্যাডভোকেট আব্দুস সালাম

মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালামের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সালাউদ্দিন মাহমুদ নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেহেনা আক্তারের কার্যালয়ে উপস্থিত হয়ে এ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ।

অভিযোগ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম প্রতীক বরাদ্দের আগেই নৌকার ব্যানারে সভা, সমাবেশ, মাইকিং এবং শোডাউনের মাধ্যমে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে যাচ্ছেন এবং নৌকা প্রতীক ব্যবহার করে পোস্টারও ছাপিয়েছেন। যা জাতীয় সংসদ নির্বাচনের আচারণবিধি লঙ্ঘনের শামিল।

স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ বলেন, নৌকার প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দুই দিন আগেও নৌকার কর্মী-সমর্থকরা আমার এক কর্মীকে বেধড়ক মারধর করেছে। সেই ঘটনায় থানায় মামলাও করা হয়েছে। ভোটের মাঠে আমাকে কোণঠাসা করতে বেপরোয়া হয়ে উঠেছেন নৌকার প্রার্থী।

তিনি আরও বলেন, পশ্চিম মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে আমি কাজ করছি। এই আসনের দুর্গম চরাঞ্চলের মানুষ বেশি অবহেলিত। এই জনপদসহ তিন উপজেলার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য আমি এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। সাধারণ জনগণ আমাকে ভালোবাসে এবং তাদের সমর্থনেই ভোটের মাঠে নেমেছি। জনগণ ভোট দিয়ে আমাকেই নির্বাচিত করবেন বলে বিশ্বাস করি। 
 
এ বিষয়ে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কাজ করিনি। যে অভিযোগটি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। 

সোহেল হোসেন/আরএআর