যশোরের বেনাপোল স্থলবন্দরে পাঁচদিন আটকে থাকার পর খালাস হয়েছে ভারত থেকে আমদানি করা ৯০ টন পেঁয়াজ। এই পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশের সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)

সোমবার (১১নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল বন্দরে পেঁয়াজের খালাস কার্যক্রম শুরু হয়।

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার টিসিবির আমদানি করা ৯০ টন পেঁয়াজের চালান ৩টি ভারতীয় ট্রাকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। তারপর থেকে ট্রাকগুলো বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে খালাসের অপেক্ষায় ছিল।

বন্দরের এক কর্মকর্তা বলেন, ‘পণ্য আমদানির ডকুমেন্ট আমরা সোমবার সকালে পেয়েছি। বন্দর থেকে পণ্য ছাড় করতে কাস্টমসে ডকুমেন্টস জমা দিতে হয়। কাস্টমস ও বন্দরের কার্যক্রম শেষে সন্ধ্যায় পেঁয়াজের চালানটি বন্দর থেকে ছাড় করা হয়।’

প্রতিনিধি/ এসএমডব্লিউ