ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত
মাদারীপুরের শিবচরে ঘন কুয়াশার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিরব আহমেদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। এসময় সাজ্জাদ হোসেন আশিক (২৩) নামে একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিরব রাজৈর উপজেলার শানেরপাড় এলাকার নুর আলম মোল্লার ছেলে। আহত আশিক শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকার আবুল হোসেন মোড়লের ছেলে। তারা সম্পর্কে খালাতো ভাই।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিরব ও আশিক তাদের মামা বাড়ি শিবচরের শিরুয়াইল এলাকায় আসেন। সেখান থেকে তারা মোটরসাইকেলে নিয়ে শিবচর বাজারের উদ্দেশ্য রওনা হন। সন্ধ্যা থেকে রাস্তায় প্রচণ্ড কুয়াশার কারণে তাদের গাড়ি চালাতে সমস্যা হলেও তারা শিবচরের দিকেই রওনা হন। পথিমধ্যে তারা শিবচর পৌরসভার চরশ্যামাইল গ্রামে কাজির মোড় নামক এলাকায় পৌঁছালে সেখানে রাস্তায় নির্মাণাধীন ব্রিজের গর্তের মধ্যে পড়ে যান। এসময় নিরব ও আশিক গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন। আহত আশিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিহতের মামা টিপু মিয়া বলেন, রাতে আমার বাড়ি থেকে খেয়ে ওরা শিবচরের দিকে রওনা হন। পথিমধ্য রাস্তায় ব্রিজ নির্মাণ করা হলেও সেখানে নিরাপত্তার জন্য কোনো বাঁশ বা কাঠের বেড়া না থাকায় আজ এই দুর্ঘটনা ঘটেছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকুল হক বলেন, রাতে দুইজন লোককে হাসপাতালে আনা হয়। এসময় আমরা পরীক্ষা-নিরীক্ষা করে নিরব নামে ওই রোগীকে কে মৃত অবস্থায় পাই এবং সাজ্জাদ হোসেন আশিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করি।
শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাকিব হাসান/আরকে