রাজবাড়ী-১ আসন
নগদ ২১০০ টাকা নিয়েই এমপি প্রার্থী সিদ্দিক
রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসন থেকে জাকের পার্টির মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে হলফনামা জমা দিয়েছেন মো.আবু বক্কর সিদ্দিক। হলফনামায় তার হাতে নগদ ২ হাজার ১০০ টাকা আছে বলে উল্লেখ করেন।
হলফনামা সূত্রে জানা গেছে, মো.আবু বক্কর সিদ্দিক বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি উল্লেখ করেছেন বিএ পাস।
বিজ্ঞাপন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা সূত্রে জানা গেছে, জাকের পার্টির প্রার্থী মো.আবু বক্কর সিদ্দিকের বার্ষিক আয় ৩ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে কৃষিখাত থেকে আয় ৫০ হাজার টাকা ও চাকরি থেকে আয় ৩ লাখ টাকা।
হলফনামায় তার অস্থাবর সম্পদের পরিমাণ ১১ লাখ ৩৭ হাজার ১০০ টাকা। এর মধ্যে তার হাতে নগদ টাকা রয়েছে ২ হাজার ১০০, ১০ ভরি স্বর্ণ যার মূল্য ১০ লাখ টাকা, টিভি ও ফ্রিজ ৬০ হাজার টাকা, আসবাবপত্র ৭৫ হাজার টাকা। হলফনামায় তার স্ত্রীর নামে কোনো অস্থাবর সম্পদ নেই।
আরও পড়ুন
এ ছাড়া হলফনামায় তার স্থাবর সম্পদের মধ্যে যৌথ মালিকানায় রয়েছে ১ একর কৃষি জমি, ও ১টি টিনের ঘর। হলফনামায় তার নামে কোন দায়দেনা ও মামলা নেই।
মীর সামসুজ্জামান সৌরভ/এএএ