নওগাঁয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ডাক্তারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ট্রাকটির ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলার কুমুরিয়া গ্রামের ওয়াজেদ আলী পুরাতন ওই ট্রাক কিনে দীর্ঘ দিন ধরে ভাড়ায় চালাতেন। ভাড়া না থাকলে ট্রাকটি ডাক্তারের মোড় এলাকায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখতেন তিনি। বুধবার ভাড়া না পাওয়ায় সকাল থেকেই ট্রাকটি সেখানেই দাঁড় করানো ছিল। রাত ৮টার দিকে দুর্বৃত্তরা ওই ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়।

ওয়াজেদ আলী বলেন, ভাঙ্গাচুরা পুরাতন গাড়ি কিনে চালিয়ে কিছু ভাড়া পেতাম। রাতে কে বা কারা আমার গাড়িতে এসে আগুন ধরিয়ে দিয়েছে। অগ্নিকাণ্ডে আমার ট্রাকের ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। যা মেরামত করতে কমপক্ষে ২০-৩০ হাজার টাকা খরচ গুনতে হবে।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ঢাকা পোস্টকে বলেন, ট্রাকটি অনেক পুরাতন হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যা পরবর্তীতে আগুন দ্রুত নিভিয়ে ফেলেছে স্থানীয়রা। ওই ট্রাকে মালামাল না থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

প্রসঙ্গত, সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধী বিভিন্ন দল-জোটের ডাকা ১০ দফা অবরোধ কর্মসূচি বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়েছে। যা আগামী শুক্রবার (৮ ডিসেম্বর) পর্যন্ত চলবে। কর্মসূচির প্রথম দিন রাতেই এ আগুনের ঘটনা ঘটে।

আরমান হোসেন রুমন/এমএ