দেড় কেজি স্বর্ণের গহনাসহ পাচারকারী আটক
পাচারের সময় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি ৬৩৫ গ্রাম স্বর্ণের গহনা উদ্ধার করেছে। এ সময় সহিদ হোসেন (৪৩) নামে এক পাচারকারীকে আটক করা হয়। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটক সাঈদ হোসেন একই উপজেলার লোকনাথপুর গ্রামের দাউদ আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল লোকনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মোটরসাইকেলযোগে আসা সহিদ পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়। এ সময় তার শরীর থেকে ছয়টি প্যাকেটে এক কেজি ৬৩৫ গ্রাম স্বর্ণের গহনা জব্দ করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ বলেন, অবৈধভাবে স্বর্ণের গহনা পাচারের সময় এক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের গহনার আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। স্বর্ণের গহনাগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
আফজালুল হক/আরএআর