ড্রোন দিয়ে ভিডিও করে ফেসবুকে প্রচার, আ.লীগের প্রার্থীকে শোকজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) গাইবান্ধা-৫ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও বগুড়ার সহকারী জজ ওমর ফারুক তাকে এ নোটিশ দেন।
নোটিশে বলা হয়, আপনি (মাহমুদ হাসান রিপন) মনোনয়নপত্র দাখিলের দিন ব্যাপক সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন এবং সেই শোভাযাত্রা ড্রোন দিয়ে ভিডিও করে ব্যক্তিগত ফেসবুকে প্রচার-প্রচারণা করেছেন। যেখানে ভিউ হয়েছে ৪ লাখ ৪৯ হাজার, শেয়ার করেছেন ৩৩৭ জন এবং লাইক পড়েছে ১৮ হাজার ২০০। এছাড়াও নির্বাচনী এলাকায় ভোট চেয়ে পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। বুধবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় গাইবান্ধার যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপনের মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
রিপন আকন্দ/আরএআর