গত ৫ বছরে যশোর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের জমি ও স্বর্ণালংকার বাড়েনি। তবে বেড়েছে ব্যবসায়িক আয় ও সম্মানী। সেইসঙ্গে বেড়েছে মূলধন ও গাড়ি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া হলফনামার তথ্য মতে, গত ৫ বছরে তার সম্পদ বেড়েছে ১০ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৪১ টাকার। দেশের স্বনামধন্য শিল্পপতি প্রয়াত শেখ আকিজ উদ্দীনের ছেলে শেখ আফিল উদ্দীনের মোট সম্পদের পরিমাণ ৫৩ কোটি ২৯ লাখ ১৮ হাজার ১৮৫ টাকা।

একাদশ সংসদ নির্বাচনে হলফনামার তথ্য মতে শেখ আফিলের বার্ষিক আয় ছিল ৪৫ লাখ ৪৮ হাজার টাকা। গত ৫ বছরে যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৯৪৮ টাকায়। ব্যবসা থেকে তার আয় বেড়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। আগে এ আয় ছিল ২ লাখ ৯৫ হাজার ৬৫৮ টাকা, যা বর্তমানে বেড়ে ৭ কোটি ২১ লাখ ৫৭ হাজার ৫২৬ টাকা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের সম্মানী ৯ লাখ ৯০ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১৬ লাখ ৫০ হাজার টাকা। ব্যবসায়িক মূলধন ১৪ লাখ ৮০ হাজার ৮৬৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৩ লাখ টাকা। আগে তার ১ কোটি ৬০ লাখ ৮৪ হাজার ৪৪০ টাকা মূল্যের গাড়ি ছিল। বর্তমানে তার ৩ কোটি ২১ লাখ ৬৭ হাজার ১৮৯ টাকার মূল্যের গাড়ি রয়েছে।

একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় শেখ আফিল উদ্দীনের নিজ নামে ৩৫৩৮.৭৫ শতক জমি ও ছয়টি বাড়ির মূল্য দেখানো হয়েছিল ১ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৫৭৭ টাকা। আর স্ত্রীর নামে ৩২৩৫ শতক জমি ও ফ্ল্যাটের মূল্য দেখানো হয়েছিল ৬১ লাখ ৭৬ হাজার ৩৭০ টাকা। এছাড়া স্বর্ণালংকার দেখানো হয়েছিল ৬০ তোলা। যার মধ্যে ১৫ তোলার মূল্য দেখানো হয় ২২ হাজার টাকা, বাকিটা উপহার। গত পাঁচ বছরে এসবের পরিমাণ অপরিবর্তিত রয়েছে।

এ্যান্টনি দাস অপু/এসএসএইচ