পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড়-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা দায়রা জজ মার্জিয়া খাতুন এ নোটিশ দেন।

নোটিশে বলা হয়েছে, গত ২ ডিসেম্বর (শনিবার) রাত ১০টা থেকে ১১টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছ পুকুরী এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা সভা করেন। সে সভায় নাঈমুজ্জামানের উপস্থিতিতে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব নির্বাচনী বক্তব্যে নৌকা মার্কা ও নৌকার প্রার্থীর বিপরীতে কেউ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন ও নির্বাচনী সংযোগ করলে সেই সব সমর্থকদের হাড় ভেঙে দিতে কর্মী-সমর্থকদের নির্দেশ দেন এবং বিপরীত প্রার্থীর সমর্থকদের হুমকি দেন। যার ভিডিও বিভিন্ন ব্যক্তি মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।

এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) এবং ১২ ধারায় বিধান লঙ্ঘন করায় প্রার্থীকে বুধবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার মধ্যে কারণ দর্শানোর লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হলো।

এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া সাংবাদিকদের জানান, যে কারণে নোটিশ করা হয়েছে, সে বিষয়ে আমার বক্তব্য ছিল না। তবে আমার নির্বাচনী প্রচারণা সভায় ঘটনাটি ঘটেছে। বিষয়টির দায় এড়াতে পারি না। যেহেতু কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তাই আমি সশরীরে হাজির হয়ে এর জবাব দেব।

নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা দায়রা জজ মার্জিয়া খাতুন বলেন, নৌকার প্রার্থীর হুমকির সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আমাদের নজরে আসে। যেহেতু এ ঘটনায় আচরণ বিধিমালা লঙ্ঘন হয়েছে, তাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এসকে দোয়েল/এসএসএইচ