এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার পাঁচ বছরে নগদ অর্থ বেড়েছে ৪৫ গুণ
খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮নং সংসদীয় আসনের সংসদ সদস্য (এমপি) কুজেন্দ্রলাল ত্রিপুরা। তার বার্ষিক আয় ৪ কোটি ১৬ লাখ টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তিনি তা উল্লেখ করেছেন।
তৃতীয়বারের মতো তিনি নৌকা প্রতীকে এ আসনে সংসদ নির্বাচন করছেন। সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার আয়ের প্রধান উৎস কৃষি এবং ব্যবসা বলে উল্লেখ করেছেন তিনি।
বিজ্ঞাপন
বিগত পাঁচ বছরে কৃষি এবং ব্যবসা খাতে সফলতা এসেছে কুজেন্দ্র লাল ত্রিপুরার। পাঁচ বছরে নগদ অর্থ বেড়েছে ৪৫ গুণ। একাদশ সংসদের নির্বাচনের হলফনামায় নগদ টাকা দেখিয়েছিলেন ১০ লাখ ৫০ হাজার টাকা এবং ব্যাংকে ২৭ লাখ ৫০ হাজার টাকা ।
হলফনামায় উল্লেখ করেছেন, বর্তমানে আর ৪ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ৩৩৯ টাকা নগদ এবং ব্যাংকে রয়েছে ৫৩ লাখ ৯২ হাজার ৯শত ৬১ টাকা। এফডিআর রয়েছে ১ কোটি ১৫ লাখ ৫ হাজার ১৫৬ টাকা এবং ডিপিএস ১৪ লাখ ১৭ হাজার ৮৪১ টাকা।
একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় তিনি কৃষিখাতে বাৎসরিক আয় দেখিয়েছিলেন ৩ লাখ টাকা এবং ব্যবসা থেকে আসতো ৫৫ লাখ টাকা। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় কৃষিখাতে তার বাৎসরিক আয় ৬৭ লাখ ৬৪ হাজার ৯৪৬ টাকা এবং ব্যবসা থেকে বাৎসরিক আয় দেখিয়েছেন ৩ কোটি ৭ লাখ ৪৩ হাজার ৭০১ টাকা।
বেড়েছে বাড়ি-গাড়ির সংখ্যা। ঢাকার পূর্বাচলে কিনেছেন প্লট। উত্তরায় রয়েছে ১৭৮৩.২৩ বর্গফুটের একটি ফ্ল্যাট। কমেছে ব্যাংক ঋণ।
একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় তিনি উল্লেখ করেছিলেন, দুই ব্যাংকে সিসি লোন রয়েছে ১ কোটি টাকা। তবে বর্তমানে তিনি ৫ লাখ ১১ হাজার ৮৫০ টাকার সিসি লোন দেখিয়েছেন।
আরকে