দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনে ৫৫ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও ৪৫ জন প্রার্থী এই দৌড়ে টিকে রয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে শুনানি শেষে এসব তথ্য জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম। 

তিনি জানান, জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুসারে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা মনোনয়ন পুনঃবিবেচনার আবেদন করতে পারবেন। প্রত্যেক প্রার্থী বিধি মোতাবেক তাদের হলফনামা জমা দিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া ৪৫ প্রার্থীর হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, জেলায় সবচেয়ে বেশি প্রার্থী উচ্চশিক্ষিত। আর সবচেয়ে কম পিএইচডি ডিগ্রিধারী প্রার্থী।

তথ্য অনুসারে ৮ শতাংশ এসএসসি, ৮ শতাংশ এইচএসসি পাস। ১৭ শতাংশ প্রার্থী স্বশিক্ষিত। সর্বোচ্চ ৬২ শতাংশ প্রার্থী স্নাতক থেকে স্নাকোত্তর বা সমমানের। অর্থাৎ ৪৫ জন প্রার্থী মধ্যে স্বশিক্ষিত ৮ জন, এসএসসি ও সমমান পাস ৪ জন, এইচএসসি পাস ৪ জন, অনার্স বা সমমান থেকে মাস্টার্স বা সমমান পর্যন্ত ২৮ জন এবং একজন পিএইচডি ডিগ্রিধারী।

স্বশিক্ষিত প্রার্থীদের মধ্যে বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল-২ আসনের এনপিপির সাহেব আলী, বরিশাল-৪ আসনে জাতীয় পার্টির মিজানুর রহমান, বরিশাল-৫ আসনে এনপিপির আব্দুল হান্নান সিকদার, স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ রয়েছেন। বরিশাল-৬ আসনে জাতীয় পার্টি মনোনীত নাসরিন জাহান রত্মা, এনপিপির মো. মোশারফ হোসেন, জাকের পার্টির হুমায়ুন কবির সিকদার স্বশিক্ষিত।

এসএসসি ও এইসএসসি পাস প্রার্থীদের মধ্যে বরিশাল-১ আসনে এনপিপির প্রার্থী মো. তুহিন দাখিল পাস, বরিশাল-২ আসনে জাতীয় পার্টি মনোনীত মো. জহুরুল ইসলাম এসএসসি, তৃণমূল বিএনপির মো. শাহজাহান সিরাজ এইচএসসি, স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম এইচএসসি পাস। বরিশাল-৩ আসনে তৃণমূল বিএনপির শাহানাজ হোসেন এইচএসসি, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু এইচএসসি পাস।  বরিশাল-৪ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের হৃদয় ইসলাম চুন্নু এসএসসি পাস। বরিশাল-৫ আসনে বাংলাদেশ কংগ্রেসের মাহাতাব হোসেন এসএসসি পাস।  

উচ্চশিক্ষিত প্রার্থীদের মধ্যে বরিশাল-১ আসনে জাতীয় পার্টির ছেরনিয়াবাত সেকান্দার আলী এলএলবি পাস, বরিশাল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার মো. ইউনুস এলএলবি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন অর্থনীতিতে এমএ, কৃষক শ্রমিক জনতা লীগের নকুল কুমার বিশ্বাস বিএ, জাতীয় পার্টির ইকবাল হোসেন বিএসসি, জাতীয় পার্টির অপর প্রার্থী রজিত কুমার বাড়ৈ এমএসসি, জাকের পার্টির স্বপন মৃধা এমএ, স্বতন্ত্র প্রার্থী এ.কে ফাইয়াজুল হক স্নাতক পাস।  

বরিশাল-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী সরদার মো. খালেদ হোসেন স্নাতক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন অর্থনীতিতে এমএ ও একই দলের অপর প্রার্থী টিপু সুলতান এলএলবি, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু স্নাতক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আজমুল হাসান জিহাদ এলএলবি, স্বতন্ত্র আতিকুর রহমান বিএসসি পাস করেছেন। 

বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ অনার্স পাস করেছেন। বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক গ্র্যাজুয়েশন, জাতীয় পার্টির ইকবাল হোসেন বিএসসি, জাকের পার্টির মো. আবুল হোসাইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আসাদুজ্জামান স্নাতক, স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন বিকম পাস করেছেন। 

বরিশাল-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল হাফিজ মল্লিক মাস্টার ইন ডিফেন্স স্ট্যাডিজ (এম.ডি.এস), তৃণমূল বিএনপির টি.এম.হজিরুল হক তুহিন বিএ, জাসদের মোহম্মদ মোহসীন ডিপ্লোমা ইন কমার্স, বাংলাদেশ কংগ্রেসের মো. মাইনুল ইসলাম এলএলবি, স্বতন্ত্র প্রার্থী রাজিব আহম্মদ তালুকদার এমবিএ, মো. শাহবাজ মিঞা অনার্স, মো. কামরুল ইসলাম খান এমবিএ, খান আলতাফ হোসেন এমএ ও এলএলবি পাশ করেছেন।

পিএইচডি ডিগ্রিধারী একমাত্র প্রার্থী হলেন বরিশাল-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল হক।

সৈয়দ মেহেদী হাসান/আরএআর