খুলনার তিন আসনে জাপার মধুসহ ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল
খুলনার তিনটি আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
বিদ্যুৎ বিল বকেয়া থাকা, স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনকারীদের জাল স্বাক্ষর, ঋণ খেলাপি এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান, এস এম মোত্তজা রশিদী দারা, এইচ এম রওশন জামির, জুয়েল রানা ও রেজভী আলম। বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ও ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান।
আরও পড়ুন
খুলনা- ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন ও ইসলামী ঐক্যজোটের তরিকুল ইসলাম; খুলনা- ৬ আসনে জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, স্বতন্ত্র প্রার্থী মো. অহিদুজ্জামান মোড়ল, এস এম রাজু, গাজী মোস্তফা কামাল, জি এম মাহবুবুল আলম ও মো. মোস্তফা কামাল জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
খুলনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, খুলনার ছয়টি আসনের মধ্যে আজ তিনটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ তিনটি আসনে ৩৩ প্রার্থীর মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপেক্ষমাণ আছেন তিনজন। ফলে ১৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মোহাম্মদ মিলন/এএএ