নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, শোকজের জবাবে যা বললেন পলক
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিয়েছেন নাটোর- ৩ (সিংড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং নাটোর- ২ (সদর-নলডাঙ্গা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে নিজেদের প্রতিনিধি মারফত শোকজের জবার দেন তারা।
বিজ্ঞাপন
জানা যায়, বৃহস্পতিবার প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ ২১ জন প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেন নির্বাচন কমিশন।
এর জবাবে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নাটোর সার্কিট হাউজে নাটোর-৩ আসনের জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান পাবনা জেলা সহকারী জজ আদালতের বিচারক মোস্তফা কামালের কাছে প্রতিমন্ত্রী পলক স্বাক্ষরিত শোকজের লিখিত জবাবের চিঠি তুলে দেন তার ব্যক্তিগত সচিব ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন।
আরও পড়ুন
তিনি বলেন, সিংড়ার সর্বস্তরের মানুষ ভোট নিয়ে উৎসাহী। মনোনয়ন জমা দেবার দিন আমরা চেষ্টা করেও নৌকা পাগলদের জনস্রোত ঠেকাতে পারিনি। তারা(জনগণ) একেবারে সহকারী রিটার্নিং কর্মকর্তার দরজা পর্যন্ত চলে আসে। এটি অনাকাঙ্ক্ষিত ও অনিচ্ছাকৃত। তবুও প্রতিমন্ত্রী নির্বাচন কমিশন ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে জবাব পাঠিয়েছেন। শুক্রবার তার (প্রতিমন্ত্রীর) শ্বশুরের কুলখানি অনুষ্ঠিত হওয়ায় সশরীরে উপস্থিত হতে পারেননি।
দুপুর ১ টায় নাটোর- ২ আসনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান ও সহকারী জজ মোসা. শারমিন খাতুন বরাবর লিখিত ব্যাখ্যা দেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। তার পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন তার ব্যক্তিগত সহকারী আকরামুল ইসলাম।
এ বিষয়ে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ঢাকা পোস্টকে জানান, ২৮ নভেম্বর আমি ব্যক্তিগতভাবে কোনো শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করিনি। তবে এটা সত্য যে আমি গত ১০ বছর যাবৎ নাটোর সদর ও নলডাঙ্গা আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে জনগণের সেবা করে আসছি। সঙ্গত কারণেই এবারও আমি বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে মনোনীত হওয়ায় আমার দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী আমার অজান্তেই এবং বিনা অনুমতিতে নানাবিধ আয়োজন করে। হাজার হাজার মানুষ সেদিন আমাকে স্বাগত জানায়।
তিনি আরও বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আয়োজনকে যত সম্ভব সংক্ষিপ্ত করেছি। এ সংক্ষিপ্ত সময়ের মধ্যে যানজট সৃষ্টি এবং জনগণের ভোগান্তি হয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।
গোলাম রাব্বানী/এমজে