নির্ধারিত সময়ের পর দোকানপাট খোলা রাখায় জরিমানা করা হয়

নোয়াখালীতে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে সরকারঘোষিত বিধিনিষেধ। সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় ৩৭ মামলা ও ৮৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১ এপ্রিল) বিকেল ৫টার পর নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের নির্দেশে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের তত্ত্বাবধানে জেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার সৈকত রায়হান মামলা ও জরিমানার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে সোমবার থেকে শর্তসাপেক্ষে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ-সংক্রান্ত নির্দেশনার বাস্তবায়নে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয়। স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়।

নির্ধারিত সময়ের পর দোকানপাট খোলা রাখা এবং নির্দেশনাগুলো প্রতিপালন না করায় জেলায় ৩৭ মামলা, ৮৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় মানুষের মাঝে ২০০ মাস্ক বিতরণ করা হয়।

উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিজ নিজ ইউএনও এবং সহকারী কমিশনাররা (ভূমি)। একই সময়ে জেলা শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ ও আনসার সদস্যরা। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানা গেছে।

হাসিব আল আমিন/এমএসআর