খুলনায় বাসে আগুনের ঘটনায় বিএনপির ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) নগরীর সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর সরদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমান মনিকসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে হয়রত আলী ও সোহেল শেখ নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমান মনির বাসভবনে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে অজ্ঞাত পরিচয় কিছু যুবক তার বাড়িতে এসে গালিগালাজ এবং ভাঙচুর চালায় বলে তিনি অভিযোগ করেন।
প্রসঙ্গত, সোমবার রাতে নগরীর সোনাডাঙ্গা এলাকায় কাতার এয়ারওয়েজ নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মোংলা ইপিজেডের শ্রমিক পরিবহনে বাসটি নিয়োজিত ছিল।
মোহাম্মদ মিলন/আরএআর