নাটোরে আ.লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে ট্রেন অবরোধ
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে ট্রেন অবরোধ করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেন বর্তমান এমপি শহিদুল ইসলাম বকুল বিরোধী নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুরের চংধুপইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের নেতৃত্বে বিক্ষোভকারীরা রোববার সন্ধ্যার আগে আব্দুলপুর জংশনে যাত্রীবাহী ট্রেন উত্তরা অবরোধ করেন। এসময় দুই পাশে আরও দুটি ট্রেন– রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা ও খুলনা থেকে চিলাহাটিগামী খুলনা মেইল আটকা পড়ে।
বিজ্ঞাপন
বিক্ষোভকারীরা আসনটিতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও তার ভাতিজা লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের পক্ষে এবং বর্তমান এমপি শহিদুল ইসলাম বকুল বিরোধী স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা এ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান।
আরও পড়ুন
চংধুপইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক ছাড়াও শামীম আহমেদ সাগরের অনুসারী কৃষক লীগ নেতা উজ্জল হোসেন, লালপুর উপজেলা যুবলীগের সদস্য সুমন প্রামানিক বিক্ষোভে নেতৃত্ব দেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিক্ষোভকারীদের ট্রেন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তারা (বিক্ষোভকারীরা) পালিয়ে যায়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
গোলাম রাব্বানী/এসএসএইচ