কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কেনায় গোলাম সারওয়ার মজুমদার নামের একজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ নভেম্বর) কুমিল্লা শহরের আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গোলাম সারওয়ার মজুমদার মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সদস্য সচিব।

এ ঘটনায় ভুক্তভোগী গোলাম সারওয়ার মজুমদার জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনতে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন অফিসে আসেন গোলাম সারওয়ার মজুমদার। মনোনয়ন ফরম কিনে নির্বাচন অফিস থেকে বের হয়ে এলে ৪-৫ জন দুর্বৃত্ত তার ওপর হামলা করে। এসময় মারতে মারতে তারা (হামলাকারীরা) বলে, কোন সাহসে মন্ত্রীর আসনে প্রার্থী হতে চাস? মনোনয়ন কিনছস, কামাল ভাইয়ের অনুমতি আনছস? মোহাব্বত ভাইয়ের অনুমতি আনছস? বলে তাকে এলোপাতাড়ি মারতে থাকেন।

ভুক্তভোগী গোলাম সারওয়ার মজুমদার ঢাকা পোস্টকে বলেন, মন্ত্রীর আসনে প্রার্থী হতে চাইলে মন্ত্রীর লোকজনের কাছে অনুমতি নিতে হবে, এটা কেমন আইন? আমার ওপর হামলার পর আমি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছি। আশা করছি রিটার্নিং কর্মকর্তা এর তদন্ত করে ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, অভিযোগ এখনো আমার হাতে আসেনি। অভিযোগটি হাতে এলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরিফ আজগর/এসএসএইচ