ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে ও বৃহস্পতিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতরা হলেন, কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার হাদরা গ্রামের মৃত জালাল আহমেদের ছেলে ফল ব্যবসায়ী মো. জাফর (৩৫), ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মো. শাহপরান (৩৫) এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার রেহানিয়া এলাকার ফারুক উদ্দিন (২৩)।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে শহরতলীর স্টারলাইন গ্যাস পাম্প এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনাস্থল থেকে সিএনজি ছেঁচড়িয়ে সড়ক বিভাজকের ওপর গিয়ে পড়ে। ঘটনাস্থলে সিএনজি চালকের সঙ্গে বসা মো. জাফর মারা যান। পরে সিএনজি চালককে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
নিহত জাফরের ভাই ওহিদুর রহমান বলেন, আমার ভাই গ্রামে ফলের দোকান করে। মহিপাল আড়ত থেকে ফল নিয়ে যাওয়ার সময় সড়কে এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
এদিকে এ ঘটনায় বিকেলে নিহতের ভাই আবুল কালাম বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে মহিপাল হাইওয়ে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া এলাকায় পেছনের চাকা ফেটে দ্রুতগামী একটি মোটরসাইকেল চালকসহ সড়কের ওপর উল্টে যায়। এতে চালক মো. শাহপরান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার বিসিক এলাকায় একটি লরি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে সড়কের পাশে পড়ে দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা ফারুক উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, নিহত তিনজনের মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
তারেক চৌধুরী/এএএ