কুমিল্লার ১১ আসনে আ.লীগের এমপি হতে চান ৮৯ জন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে শুরু হয়েছে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার দৌড়ঝাঁপ। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে কুমিল্লার ১১টি সংসদীয় আসন থেকে ৮৯ জন মনোনয়ন ফরম কিনেছেন। বৃহত্তর এ জেলার ১১টি আসনেই হেভিওয়েট এমপি থাকার পরও তাদেরকে ডিঙিয়ে দলের মনোনয়ন পেতে ছুটে চলেছেন কেন্দ্রের নীতিনির্ধারকদের দ্বারে দ্বারে। এসব মনোনয়ন প্রত্যাশীদের মাঝে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতাও।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর থেকে শুরু করে ২১ নভেম্বর পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন কিনে জমা দিয়েছেন মোট ৮৯ জন নৌকা প্রত্যাশী।
বিজ্ঞাপন
তাদের মধ্যে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসন থেকে ৯ জন, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন থেকে ৫ জন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ৪ জন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে ৭ জন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে ২৬ জন, কুমিল্লা-৬ (সদর) আসন থেকে ৮ জন, কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে ৫ জন, কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে ৬ জন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) থেকে ৪ জন, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসন থেকে ৭ জন, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে ৮ জন।
কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়া, তার ছেলে মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ব্যারিস্টার নাঈম হাসান, মাহবুব আলম বুলবুল, খাদিজা আক্তার উল্লেখযোগ্য।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি, হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম এবং হোমনা উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আলী আহমেদ এবং ফারাহ দিবা।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন ছাড়াও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও শফিকুল ইসলাম কাজল।
কুমিল্লা-৪ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সুরাইয়া আক্তার, ডা. ফেরদৌস খন্দকারসহ মোট ৭ জন।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে প্রয়াত আব্দুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বেগ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ এম এ জাহের, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও ঢাবির সাবেক ছাত্রনেতা এহতেশামুল হাসান ভূইয়া রুমি মনোনয়ন ফরম কিনেছেন।
কুমিল্লা-৬ (সদর) আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, নূরু উর রহমান মাহমুদ তানিম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলী আকবর, কবির শিকদার অন্যতম।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বর্তমান সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (প্রয়াত অধ্যাপক আলী আশরাফের ছেলে) মুনতাকিম আশরাফ টিটু, শাহজালাল মিয়াসহ মোট ৪ জন আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বর্তমান সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল, বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত আবদুল হাকিম এমপির ছেলে এএনএম মঈনুল ইসলাম, প্রয়াত আব্দুল হাকিম এমপির আরেক ছেলে, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এএসএম কামরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, এসকিউ গ্রুপের চেয়ারম্যান এজেডএম শফিউদ্দিন শামীম, সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আবু তাহের ও এনায়েত উল্ল্যাহ মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য তাজুল ইসলাম সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন ফারুক, নুরুন্নবী ভূইয়া, আব্দুল মান্নান ও আনোয়ার হোসেনসহ মোট ৫ জন।
কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসনে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালসহ মোট ৭ জন আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বর্তমান সংসদ সদস্য মুজিবুল হক মুজিবসহ মোট ৮জন আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে সাবেক পৌর মেয়র মিজানুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম বিষয়ক কমিটির সদস্য তমিজ উদ্দীন সেলিম, বাহার রেজা বীরপ্রতীক, কেন্দ্রীয় যুবলীগ নেতা জসীম উদ্দিন, আব্দুস সোবহান ভূইয়া, আয়েশা জামানসহ মোট ৮ জন রয়েছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
আরিফ আজগর/এএএ