দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরে ৫টি সংসদীয় আসনে নৌকার মাঝি হতে ৩৮ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে রয়েছেন বর্তমান মন্ত্রী, সংসদ সদস্য ও সাবেক আমলা।

শেষ মুহূর্তে দলীয় টিকিট নিশ্চিত করতে জোর তৎপরতা চালাচ্ছেন মনোনয়ন প্রত্যাশী নেতারা। তাদের মধ্যে জামালপুর-১ আসনে ৯ জন, জামালপুর-২ আসনে ১২ জন, জামালপুর-৩ আসনে ৩ জন, জামালপুর-৪ আসেন ৬ জন, জামালপুর-৫ আসনে ৮ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। তাদের মধ্যে মনোনয়ন পাবেন ৫ জন।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন যারা, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ নূর মোহাম্মদ, সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান পান্না, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক ডিজি মোছাদ্দেক হোসেন, ঢাকা চেম্বার অফ কমার্সের সভাপতি ব্যারেস্টার সামীর সাত্তার। দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য সারমিন আক্তার ময়না। মোফাখ্খার হোসেন খোকন তার দলীয় পরিচয় জানা যায়নি। এ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ৪ লাখ ১ হাজার ৪৭৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ৫৬৭ জন ও নারী ২ লাখ ১ হাজার ৯১০ জন। হিজড়া ভোটার আছেন ১ জন।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে মনোনয়ন কিনেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, জামালপুর-শেরপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মীর শরীফ হাসান লেলিন,ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মনজুরুল মোর্শেদ হ্যাপি, জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য জিয়াউল হক, সাবেক ভূমি প্রতিমন্ত্রীর রার্শেদ মোশারফের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাবেদ মোশারফ রুপক, আওয়ামী লীগ সমর্থক এসএম কামরুন্নাহার মোশারফ (পারুল), বিমানবন্দর থানা আওয়ামী লীগ সাবেক সভাপতি শাহাজান আলী মন্ডল, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহাজাবিন খালেক বেবী, জামালপুর জেলা আওয়ামী লীগ সদস্য এসএম শাহিনুজ্জামান শাহিন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক লালন। জামালপুর-২ (ইসলামপুর) আসনটি উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে ১ লাখ ৩৩ হাজার ৫৯০ জন পুরুষ ভোটার আর ১ লাখ ২৯ হাজার ২৪১ জন নারী ভোটার রয়েছেন।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের দলীয় মনোনয়ন কিনেছেন মেলান্দহ-মাদারগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম, জামালপুর জেলা বার সমিতির সাবেক সহ-সভাপতি তারেক মালেক সিজার, আওয়ামী লীগ জাপান শাখার সভাপতি জুলফিকার আলী জুয়েল তরফদার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৮৩০ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৩৯ জন ও নারী ২ লাখ ৪৮ হাজার ৯১ জন। হিজড়া ভোটার আছেন ২ জন। এ আসনে ভোটকেন্দ্র ১৫৩টি আর ভোটকক্ষ ১০২১টি।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে দলীয় মনোনয়ন কিনেছেন সংসদ সদস্য ড. মুরাদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান হেলাল, ঢাকা তেঁজগাও থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুর রশীদ, সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান এলিন, ফজলুল হক (তার দলীয় পদ জানা যায়নি)। এ আসনটি সরিষাবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনের মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৪২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪২ হাজার ৩৩৩ জন। আর নারী ভোটার রয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৪ জন। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ১৭৭ জন।

জামালপুর-৫ (সদর) আসনের দলীয় মনোনয়ন কিনেছেন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহাম্মদ সালেহীন রেজা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও জাহিদ আনোয়ার। জেলা আওয়ামী লীগের সদস্যরে রেজাউল করিম রেজনু।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার ৫ লাখ ৪৬ হাজার ৮৩৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৭ হাজার ৩৬৮ জন ও নারী ২ লাখ ৭৯ হাজার ৪৭০ জন। হিজড়া ভোটার আছেন ৭ জন। এ আসনে ভোটকেন্দ্র ১৫৯টি আর ভোটকক্ষ ১০৯৬টি।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

রকিব হাসান নয়ন/আরকে