সিলেট নগরীতে গ্যাসের গন্ধ : আতঙ্কিত না হওয়ার পরামর্শ কর্তৃপক্ষের
সিলেট নগরীর মদিনা মার্কেট, আখালিয়া, সুবিদবাজার, হাউজিং এস্টেট, মিরেরময়দান, দরগা মহল্লা, আম্বরখানা, চৌহাট্টা জিন্দাবাজারসহ বেশ কিছু এলাকায় তীব্র গ্যাসের গন্ধ পাওয়া গেছে।
গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়া নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সোমবার (২০ নভেম্বর) বিকেল ৩টার পর থেকে এসব এলাকার বাসিন্দারা গ্যাসের গন্ধ পান। এরপর থেকেই জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাদের আতঙ্কের বিষয়টি জানান।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সারোয়ার জাহান মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, সিলেটের কিছু অংশে গ্যাসের লাইনে অতিরিক্ত গন্ধ যুক্ত করা হয়েছে। যাতে কোথাও লিকেজ আছে কি না বুঝার জন্য। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কয়েক ঘণ্টার মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। কেউ যদি কারও ঘরে এ গন্ধ পেয়ে থাকে তাহলে যেন তার লাইনে কারিগরি ত্রুটি নির্ণয় করে লাইনটি সচল করেন।
মাসুদ আহমদ রনি/এসকেডি