মোটরসাইকেলে এসে পেট্রলবোমা ছুড়ে চলন্ত বাসে আগুন
রাজশাহীর গোদাগাড়ীতে চলন্ত যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ডলার (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার উদপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিমু নূর তাজ পরিবহন নামের বাসটি রাজশাহী থেকে যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। বাসটির পেছনে হেলমেট পরিহিত অবস্থায় চারজন ব্যক্তি দুটি মোটরসাইকেলে আসছিল। পথে গোদাগাড়ীর উদপুরে তারা চলন্ত বাসটিতে পেট্রলবোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এতে বাসটিতে আগুন লেগে গেলে বাস থামান চালক। তখন দ্রুত বাস থেকে নেমে পড়েন যাত্রীরা।
বিজ্ঞাপন
এতে বাসটি পুড়ে যায়। বাসে আগুনের কারণে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাস পুড়ে যায়। এরপর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, বাসটি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিল। চলন্ত বাসে মোটরসাইকেল যোগে এসে দুষ্কৃতকারীরা আগুন দেয়। একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাহিনুল আশিক/আরএআর