উজিরপুরে জামায়াতের বিক্ষোভ থেকে ককটেলসহ আটক ৭
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বরিশালের উজিরপুরে নতুন শিকারপুর এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এসময় জামায়াত-শিবিরের ৭ কর্মীকে ককটেলসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে থানা পুলিশ সেখানে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এসময় স্থানীয়দের সহায়তায় ৭ বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিরা হলেন, উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামের জাহিদুল ইসলাম (২০), গোলাম কিবরিয়া (২৪), চকমান গ্রামের মাহাবুব ফকির (১৯), একই গ্রামের রাকিবুল ইসলাম (১৬), সায়মন তালুকদার (২০), বরিশাল সদর থানার মেহেদী হাসান (২০), বাগেরহাটের আবু সাঈদ হাওলাদার (২৫)।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে নাশকাতার চেষ্টা করার সময় ৭ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সৈয়দ মেহেদী হাসান/এসএম