পটুয়াখালীর উপকূলজুড়ে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই পায়রা বন্দরসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সব মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, নিম্নচাপটি সকাল ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ ও চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কুয়াকাটা পৌরসভার ৩নং ইউনিটের সদস্য কেএম বাচ্চু বলেন, পুরো উপকূল জুড়ে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। ঠান্ডা আবহাওয়া আর বৃষ্টি সবমিলিয়ে সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে। আমরা আবহাওয়া অফিসের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। আবহাওয়ার সংকেত বাড়লে মাইকিং ও অন্যান্য প্রচার প্রচারণার কাজ শুরু করব।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বাতাসের পরিমাণ আরও বাড়তে পারে। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এসএম আলমাস/আরকে