অন্তর্বাসের মধ্যে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার পথে দুটি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ভারতগামী এক যাত্রীর দেহ তল্লাশি করে অন্তর্বাসের ভেতর থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। আটক চোরাকারবারি শরীয়তপুর জেলার জাজিরা বড়কান্দি গ্রামের মো. রউফ মাদবরের ছেলে মো. শাইন মাদবর।
উদ্বার করা স্বর্ণের বারের ওজন ২৩৩ গ্রাম এবং এর বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটলিয়ন ও সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের যৌথ অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বিজিবি।
বিজ্ঞাপন
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের জানা যায়, সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে স্বর্ণ পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন সংবাদের প্রেক্ষিতে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে ও সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহযোগিতায় যাত্রীদের অধিকতর তল্লাশি করা হয়। এক পর্যায়ে আটক যাত্রী শাইন মাদবরের দেহ তল্লাশি করে দুটি স্বর্ণের বার জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, জব্দ হওয়া স্বর্ণের বারগুলো পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর আটক ব্যক্তিসহ স্বর্ণের বারগুলো সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
জাহাঙ্গীর আলম/এমএএস