শিম নিয়ে দর কষাকষি থেকে সংঘর্ষে জড়ালো দুই গ্রামের মানুষ
হবিগঞ্জের বাহুবলে শিম নিয়ে দুই ব্যবসায়ীর দর কষাকষি থেকে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামের মানুষ। এতে আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। গুরুতর আহত পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৪ সভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার লামাতাশি ইউনিয়নের নন্দনপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাহুবল উপজেলার চন্দনিয়া গ্রামের আরশ উদ্দিনের ছেলের কাছ থেকে একই উপজেলার কাজীহাটা গ্রামের ফিরোজ শাহ ছেলে মো. জিতু মিয়া শিম কিনতে দর কষাকষি থেকে কথা কাটাকাটি হয়। এ থেকে তাদের মধ্যে হাতাহাতি হয়। এরপর চন্দনিয়া ও কাজীহাটা গ্রামের লোকজন দুইজনের পক্ষে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে ইমন মিয়া (১৯), আসলাম উদ্দিন (৭৫), দুলাল মিয়া (২৪), দেলোয়ার হোসেন (২৫), আরশ উদ্দিন (৬৫,) শাকিল মিয়া (২৭), আলাল উদ্দিন (৭০), সাহেদ মিয়া (৩৫), ফয়সাল মিয়া (১৮), শফিবুল্লাহ (৬০), আবিদ মিয়া (৩০), মকসুদ মিয়া (৪৮), এখলাছ মিয়া (৬০), জাহাঙ্গীর মিয়া (৫০), রজব আলীসহ (৫০) বেশ কয়েকজনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
গুরুতর আহত অবস্থায় চন্দনিয়া গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে মকসুদ মিয়া (৪৮), তার ভাই এখলাছ মিয়া (৬০), মৃত চান মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর মিয়া (৫০) ও মৃত আব্দুস ছমদ মিয়ার ছেলে রজব আলীকে (৫০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাহুবল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আজহারুল মুরাদ/আরএআর