খড়-বোঝাই নছিমনে পেট্রোল বোমা নিক্ষেপ
নাটোরে পোয়াল বা খড়-বোঝাই একটি নছিমনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়িতে থাকা অধিকাংশ পোয়াল খড় পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভান ফায়ার সার্ভিসের সদস্যরা।
রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের নাটোর সদর উপজেলার ডাকমারা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পরিদর্শনে আসেন পুলিশ সুপার তারিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা পোয়াল বোঝাই একটি ভটভটি মহাসড়কের (ঢাকা-রাজশাহী) ডাকমারা এলাকায় আসলে গাড়িটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে বেশ কয়েকজন দুর্বৃত্ত। মুহূর্তেই দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িটিতে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় সড়কে উৎসুক জনতার ভিড় জমে যায়। এতে মহাসড়ক দিয়ে গাড়ি চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ ঢাকা পোস্ট'কে বলেন, দুর্বৃত্তরা গাড়িতে পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
গোলাম রাববানী/