গাজীপুরে তুসুকা কারখানা ভাঙচুর, ২২৪ শ্রমিকের বিরুদ্ধে মামলা
গাজীপুরে কারখানা ভাঙচুর ও হামলার ঘটনায় শ্রমিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার রাতে তুসুকা গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা (এডমিন) আবু সাঈদ বাদী হয়ে কোনাবাড়ী থানায় শ্রমিকদের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। কোনাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ আশরাফ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মামলায় কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের বিষয় উল্লেখ করা হয়েছে। এর আগেও সম্প্রতি রাজনৈতিক ও শ্রমিক অসন্তোষ, যানবাহন পুলিশের গাড়িসহ কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটনায় কোনাবাড়ী থানায় এ যাবৎ ৯টি মামলা হয়েছে। এসব মামলায় ১৫ হাজারের বেশি আসামির মধ্যে ১১১জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার পর থেকে বিভিন্ন কারখানার শ্রমিক ও রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে।
শিহাব খান/এএএ