প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার, ভাড়া বাসায় তরুণের মৃত্যু
জামালপুরে ভাড়া বাসায় মো. সিয়াম (১৮) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীকে আটক করছে পুলিশ। শুক্রবার ( ১০ নভেম্বর) সকালে জামালপুর শহরের পশ্চিম নয়াপাড়ার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম ওই এলাকার গোলাম রাব্বানীর ছেলে। তিনি নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম ৯ মাস আগে প্রেম করে বিয়ে করেন। তবে এই বিয়ে সিয়ামের পরিবার মেনে না নেয়নি। ফলে সিয়াম ও তার স্ত্রী শহরের পশ্চিম নয়াপাড়া এলাকায় বাড়ির পাশেই অন্য একটি বাড়িতে একটি রুম ভাড়া নেন। সেখানে তাদের কয়েক মাস ভালোভাবেই সংসার চলে। গত তিন-চার মাস ধরে তাদের মাঝে ঝগড়া-বিবাদ শুরু হয়। গতকাল রাতে ব্যাডমিন্টন খেলে বাসায় এসে ঘুমিয়ে পড়েন সিয়াম। শুক্রবার সকালে সিয়ামকে ডাকাডাকি করেন তার স্ত্রী। এতে সিয়ামের কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা সিয়ামকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় সিয়ামের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয়রা বলছেন, সিয়াম ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। প্রেম করে বিয়ে করায় তাদের পরিবার মেনে নেয়নি। তাই তারা ভাড়া বাসায় ছিলেন। রাতে সিয়াম কোনো ধরনের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন তারা।
এ বিষয়ে জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, হাসপাতাল থেকে আমরা মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে।
রকিব হাসান নয়ন/আরএআর