গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আজ দুপুর থেকে ফের আন্দোলনে নেমেছে পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।

এর আগে বুধবার (৮ নভেম্বর) সকালে প্রথম দফায় শ্রমিকরা আন্দোলনে নামে। এ সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষে একজন নিহত হন। এরপর পরিস্থিতি স্বাভাবিকই ছিল, কিন্তু দুপুরের পর থেকে ফের আন্দোলনে নামে শ্রমিকরা। এ সময় আতঙ্কে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

জানা গেছে, পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, সফিপুর ও মৌচাকসহ আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছে। এর পরিপ্রেক্ষিতে আজ বুধবার সকালে আন্দোলনে শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হন। এরপর পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে দুপুরের পর থেকে ফের আন্দোলনে নামে শ্রমিকরা। এ সময় তারা মিছিল বের করে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর আন্দোলনরত শ্রমিকরা আশপাশের বিভিন্ন সড়ক ও অলিগলিতে আশ্রয় নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকলে পুলিশ তাদের নিবৃত্ত করতে টিয়ারশেল ছুড়ে। সবশেষ বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।

এ বিষয়ে গাজীপুর-২ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক ঢাকা পোস্টকে বলেন, কোনাবাড়ী এলাকায় শ্রমিকরা আন্দোলন করছে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।

শিহাব খান/এমজেইউ