হিলি স্থলবন্দর বাজারে উঠেছে ভারতীয় নতুন আলু। আমদানি করা এসব নতুন আলু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। খুচরা বাজারে ব্যবসায়ীরা তা বিক্রি করছেন ৮০ টাকা করে।

বুধবার (৮ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারে উঠেছে ভারত থেকে আমদানি করা নতুন আলু। বন্দরে পাইকারিতে বিক্রি করা হচ্ছে ৬০ টাকা কেজি, ব্যবসায়ীরা তা খুচরা বিক্রি করছেন ৮০ টাকা কেজি দরে। এদিকে ভারতীয় পুরাতন আলু বাজারে পাইকারি বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি আর খুচরা বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে।

হিলি বাজারের আলু বিক্রেতা আশারফ আলী বলেন, ভারতীয় আলু আমদানি হওয়ায় কমে গেছে দেশি আলুর দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আলুর দাম কমেছে ১৫ টাকা। ৫০ থেকে ৫৫ টাকার দেশি আলু আজ বুধবার বাজারে পাইকারি বিক্রি করা হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।

হিলি বাজারের সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, বন্দরে ভারতীয় পুরাতন আলুর পাশাপাশি নতুন আলু আমদানি হয়েছে। আমরা ৭০ টাকা কেজি দরে পাইকারি কিনে তা ৮০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করেছি। 

আলু কিনতে আসা হাবিবুর রহমান বলেন, বাজারে বর্তমান সব ধরনের আলুর দাম কমে গেছে। কিছুদিন আগেও বেপরোয়া আলুর দাম ছিল, এখন নাগালের মধ্যে। বাজারে ভারতের নতুন আলু উঠেছে, দামটা একটু বেশি, ৮০ টাকা কেজি হিসেবে এক কেজি কিনলাম। 

আলু আমদানি কারক শাহাবুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার আমার এক গাড়িতে ১২ টন ভারতীয় নতুন আলু আমদানি হয়েছে। এসব আলু ৬০ টাকা কেজি দরে পাইকারিতে বিক্রি করে দিচ্ছি।

হিলি পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আমদানি করা আলু কাঁচা পণ্য হওয়ায় দ্রুত বাজারজাত করতে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

ইমরান আলী সোহাগ/এএএ