বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করায় সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান। বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বাকেরগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- দৈনিক জনকণ্ঠের বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি জিয়াউল হক আকন, পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের চর রঙ্গশ্রী এলাকার মৃত আব্দুল মজিদ খানের ছেলে মোনায়েম খান খোকন ও কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা মৃত মো. হেলাল খানের ছেলে খান মেহেদী।

জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমানকে নিয়ে ২ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংবাদ পোস্ট করেন মোনায়েম খান ও জিয়াউল হক আকন। তাতে সমর্থন জানিয়ে কমেন্ট করেন খান মেহেদী। ফেসবুকের ওই পোস্টে সামাজিকভাবে হেয় করা হয়েছে অভিযোগ এনে সোমবার দুপুরে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন মজিবুর রহমান।

সৈয়দ মেহেদী হাসান/আরএআর