টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন রোববার (৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। রূপগঞ্জের গোলাকান্দাইলে অবস্থান নিয়ে এসময় তারা কয়েকটি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।

সকাল সাড়ে ৬টার দিকে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের নেতৃত্বে জড়ো হওয়া নেতাকর্মীরা অবরোধের পক্ষে বিভিন্ন স্লোগান দেন ও গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান। এসময় তারা সড়কে অবস্থান করে নানা স্লোগান দেন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। প্রায় এক ঘণ্টা তারা ওই সড়কে অবস্থান নেন। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাই লাউ মারমা বলেন, পুলিশ প্রশাসন সার্বক্ষণিকভাবে সতর্ক দৃষ্টি রাখছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জেলায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

স্থানীয় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে, অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছে। টানা দুই দিনের সেই অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ।

আরকে