জয়পুরহাটের কালাইয়ে আওয়ামী লীগের নাগরিক সভা থেকে বাড়ি ফেরের পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে কালাই পৌর দুরুঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহত যুবকের নাম খোকন (৩৮)। তিনি কালাই উপজেলার মাত্রাই শিবসমুদ্র গ্রামের নূর আলমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের উপজেলা আওয়ামী লীগ ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সভার আয়োজন করে। ওই সভার আহ্বান করেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি (জয়পুরহাট-২)। সেই সভায় যোগ দিতে মোটরসাইকেলে যান খোকন ও কাদের। সভা শেষে তারা বাড়ি ফেরার পথে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন। আহত কাদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি কালাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী নিশ্চিত করে বলেন, ট্রাকটি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। হুইপ মহোদয় আহতকে দেখতে হাসপাতালে এসেছিলেন। তাকে কালাই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়াতে রেফার করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় খোকনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

চম্পক কুমার