শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর
গাইবান্ধার সাদুল্লাপুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে রিয়ন মিয়া (৭) ও তামিম মিয়া (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দপুর (কানিপাড়া) গ্রামের ধারাইচতরা বিলে এ ঘটনা ঘটে।
রিয়ন মিয়া ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে ও তামিম মিয়া একই গ্রামের মিজানুর রহমানের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, শিশু রিয়ন ও তামিম বাড়ির পাশে খেলা করছিল। কিছুক্ষণ পর ওই দুই শিশু পার্শ্ববর্তী ধারাইচতরা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর ওই দুই শিশুকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইদিলপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার। তিনি জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, সারাদেশে পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর প্রায়ই শোনা যায়। তাই অভিভাবকদের ছোট্ট শিশুদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সচেতন হওয়া উচিত।
রিপন আকন্দ/এএএ