সিলেট নগরীর সুবিদবাজারের ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনায় মামলা দায়েরের পর অলবাব হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ।

গত ২৮ অক্টোবর রাত ১০টা ৫৫ মিনিট থেকে সোয়া ১২টার মধ্যে এটিএম বুথে চুরির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় আজ শুক্রবার (৩ নভেম্বর) সকালে মামলা দায়ের করায় ঘটনাটি জানাজানি হয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, নগরীর সুবিদবাজার ডাচ-বাংলা ব্যাংকের বুথে ভেঙে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরি হয়েছে। এ ঘটনার সঙ্গে ওই বুথের সিকিউরেক্স সিকিউরিটি কোম্পানির গার্ডরা জড়িত থাকার তথ্য-প্রমাণ মিলেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিলেট মহানগরীর এয়ারপোর্টে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপন ঢাকা পোস্টকে বলেন, এই ঘটনায় আমরা অলবাব হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছি। ব্যাংকের বুথে দুঃসাহসিক এমন চুরির ঘটনায় সিকিউরেক্স কোম্পানির দুই গার্ড জড়িত। এ ঘটনায় ওই সিকিউরিটি কোম্পানির ইনচার্জ সন্দ্বীপ দাস বাদী হয়ে তাদের দুই কর্মীকে আসামি করে মামলা দায়ের করেছেন। বাকিদের গ্রেপ্তারের স্বার্থে আপাতত তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। পরবর্তীতে বিষয়টি জানানো হবে।

মাসুদ আহমদ রনি/এমজেইউ