যশোর শহরের মনিহার বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে পুড়ে বাসটি প্রায় ভস্মীভূত হয়ে গেছে। 

বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ হারুনার রশিদ ফুলু বলেন, আমরা শ্রমিক নেতারা মনিহারের পাশেই অবস্থান করছিলাম। এ সময় হঠাৎ দেখি বাসে আগুন। এটি বিআরটিসির বাস। আজ সন্ধ্যায় বাসটি ডিপো থেকে এসে কাউন্টারের সামনে অবস্থান করছিল। এটি আগামীকাল সকাল ৭টায় ভোলা চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। 

তিনি বলেন, গত তিনদিন ধরে বিএনপি-জামায়েতের ডাকা হরতাল অবরোধে দেশের বিভিন্ন স্থানে বাসে আগুনসহ নাশকতা চলছে। তবে যশোরের প্রশাসন কঠোর হওয়ায় এখানে কোনো নাশকতা হয়নি। হরতাল অবরোধের মধ্যে যশোরে আন্তঃজেলা বাস চলেছে। বিএনপি-জামায়াতের দুষ্কৃতকারীরা এই বাসে আগুন দিয়েছে বলে আমাদের ধারণা। 

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, বাসে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশের একাধিক টিম তদন্ত করছে। ঘটনাটি সন্দেহজনক। এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

এমএসএ