হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে ভারতীয় দুটি ট্রাক আলু নিয়ে হিলি স্থলবন্দরে প্রবেশ করে। 

আলু আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স খান ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু হাসনাত রনি বিষয়টি নিশ্চিত করেছেন। সব খরচসহ ৩০ টাকা কেজিতে এই আলু বিক্রি সম্ভব বলে মনে করেন তিনি। 

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ অফিসের একটি সূত্রে জানা যায়, এখন পর্যন্ত বন্দর দিয়ে ২৯ জন আমদানিকারক সাড়ে ১৮ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। প্রথমদিকে ১২ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। 

এদিকে আমদানির খবরে হিলির বাজারে কমতে শুরু করেছে আলুর দাম। এরই মধ্যে কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের আলু ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ টাকায় এবং ছোট জাতের আলু ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। আলু আমদানি হবে এমন সংবাদে মোকামগুলোতেও আলুর দাম কমেছে। 

আমাদানিকারক আবু হাসনাত রনি বলেন, ভারত থেকে প্রথমবারের মতো এই বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আলুগুলো আমদানি করা হচ্ছে। সব খরচসহ খুচরা পর্যায়ে এই আলুর দাম হতে পারে সর্বোচ্চ ৩০ টাকা।
 
ইমরান আলী সোহাগ/আরএআর