দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ১২ হাজার মেট্রিক টন আলু দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করবেন ১০ জন আমদানিকারক।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী।

তিনি জানান, হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক ১২ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছে। এলসি খুলতে কিছু সময় লাগে। দ্রুত প্রক্রিয়া শেষ করে দুই দিনের মধ্যেই ভারত থেকে আলু আমদানি শুরু হবে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানি করা হচ্ছে। আমরা হিলির ১০ জন ব্যবসায়ী অনুমতি পেয়েছি। খুব দ্রুত ভারত থেকে আলু আমদানি করা হবে। ফলে দেশের বাজারে আলুর দাম অনেকটাই কমে যাবে।

ইমরান আলী সোহাগ/আরএআর