প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের স্পিকারকে নিয়ে কটূক্তির দায়ে বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রদলের নেতা ছাদিম হোসেনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে এই রায় দেন বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান। দণ্ডিত ছাদিম হোসেনের বাড়ি বানারীপাড়া উপজেলার খেজুরবাড়ী এলাকায়।

বেঞ্চ সহকারী জানান, ২০১৮ সালের ১ থেকে ১৬ আগস্ট পর্যন্ত মো. ছাদিম ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী, সেতুমন্ত্রী, স্পিকার, আওয়ামী লীগ ও ছাত্রলীগ সম্পর্কে বাজে মন্তব্য করে ১০টি পোস্ট দেন। পোস্টগুলো ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা দেখা দেয়। ওই বছরের ১ সেপ্টেম্বর বানারীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে বানারীপাড়া থানায় মামলা করেন। এসআই মো. মোশারেফ হোসেন ২০১৯ সালের ১৬ জানুয়ারি ছাদিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। এরপর সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। 

সৈয়দ মেহেদী হাসান/এনএফ