চেম্বারে রোগী দেখাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক আবাসিক চিকিৎসকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে রাজশাহী নগরীর তালাইমারি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত চিকিৎসকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।

ওই চিকিৎসকের নাম ডা. মো. রাজু আহম্মেদ (৪৫)। তিনি নাটোর জেলার নজরুল ইসলামের ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. বেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডা. রাজু নগরীর তাইলমারি একটি ক্লিনিকে চেম্বার শেষ করে বের হওয়ার পর তাকে বেশ কিছু দুষ্কৃতিকারী হামলা চালায়। এসময় তিনি আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় আঘাত লেগেছে। প্রথম একটু খারাপ থাকলেও বর্তমানে ভালো আছে। তাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ক্লিনিকে রোগী দেখাকে কেন্দ্র করে চিকিৎসক এবং রোগীর স্বজনদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে চিকিৎসককে মারা হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ বিষয়কেও থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জুবায়ের জিসান/আরকে