ঢাকা থেকে রাঙামাটি ফেরার পথে বিএনপির ৯ নেতাকর্মী আটক
যঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশ থেকে ফেরার পথে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শহরের ভেদভেদী এলাকা থেকে বিএনপির ৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) শহরের ভেদভেদী এলাকা থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে এই ৯ জনকে আটক করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাঙামাটি সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন (২৬), রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য জসিম উদ্দীন (২৫), রাঙামাটি পৌর ছাত্রদলের সদস্য খাইরুল ইসলাম (৩০), নানিয়ারচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দীন (৩৮), রাঙামাটি পৌর ছাত্রদল সদস্য আল মামুন (৩১), রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সফিকুল ইসলাম (২৮), রাঙামাটি সদর উপজেলা ১ নং ওয়ার্ড যুবদল সভাপতি ওসমান (৩০), রাঙামাটি সরকারি কলেজ জামায়াতে ইসলামী সাথী কামরুল ইসলাম ইমন (২২), রাঙামাটি সদর ছাত্রদল সদস্য আরাফাত ইসলাম রুমি (২৪)।
বিজ্ঞাপন
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু জানান, মহা সমাবেশ ও হরতালকে কেন্দ্র করে আমাদের দলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে বলে খবর পাচ্ছি। আমি রাঙামাটির বাইরে থাকায় কতজনকে আটক করা হয়েছে সেটা নিশ্চিতভাবে বলতে পারছি না।
রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, রাঙামাটিতে হরতাল চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টাকালে মোট ৯ জনকে আটক করা হয়। আটককৃতদের আমরা আদালতে নিয়ে গেলে বিজ্ঞ আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে দূরপাল্লার বাসা ছেড়ে না গেলেও শহরে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল স্বাভাবিক ছিল। স্বাভাবিক ছিল যাত্রীবাহী লঞ্চ চলাচলও। দুপুরের পর থেকে শহরে সব ধরণের যান চলাচল স্বাভাবিক হয়। হরতালকে কেন্দ্রে করে শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
মিশু মল্লিক/আরকে