হরতালের সমর্থনে কক্সবাজারে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর রোববার (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দিয়েছে দলটি। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে হরতালের সমর্থনে কক্সবাজারে শহরের হলিডে মোড়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে জেলা বিএনপি।
জানা গেছে, শহরের ঝাউবন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে হলিউডে মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যান বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ সড়কের আগুন নেভায়।
বিজ্ঞাপন
এদিদে হরতালকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে জেলা বিএনপির কার্যালয়সহ শহরের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, আন্দোলন রাজনৈতিক অধিকার। তবে হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। মানুষের জানমালের ক্ষতি হবে এমন কিছু বরদাস্ত করা হবে না। শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাঠে পুলিশের সবোর্চ্চ অবস্থান থাকবে।
সাইদুল ফরহাদ/আরএআর